স্টাফ রিপোর্টার ॥ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত ওয়াহিদ মিয়া (৩০) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের আজমান মিয়ার পুত্র।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একই উপজেলার সিকান্দরপুর গ্রামের আলফু মিয়ার কন্যা লাকি আক্তার বাদি হয়ে ২০১৭ সালের ১৪ জুন আদালতে একটি যৌতুক মামলা দায়ের করে। এর পর থেকে সে আত্মগোপনে চলে যায়।