প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের কাউন্সিল অনুষ্টিত হয়েছে। কাউন্সিলে মোঃ জাবেদ মিয়া সভাপতি, মোঃ শাহ আলম সাধারণ সম্পাদক ও কামরুল হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ইউনিয়নের ৩৫৮ জন কাউন্সিলরের মধ্যে ৩৩৬ জন কাউন্সিলর তাদের ভোট প্রয়োগ করেন। কাউন্সিল পরবর্তী যুব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী খাঁন, সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা হাজী মাসুক রহমান, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক কবির চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ সোহেল, ছাত্রদলের সভাপতি এস এম ইকরাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলমগীর কবির প্রমূখ।