স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দিনের বেলা প্রধান সড়কে বিকট শব্দে চলাচল করছে বালু ও মাটি বোঝাই ট্রাক্টরসহ ভারী যানবাহন। ফলে শহরে সৃষ্টি যানজট। ঘটছে দূর্ঘটনা। আইন শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের প্রধান সড়ক দিয়ে কোন ভারী যানবাহন চলতে পারবে না। কিন্তু এ আদেশ অমান্য করে কতিপয় ট্রাফিককে ম্যানেজ করে চালানো হচ্ছে ভারী যানবাহন। গতকাল সোমবার সকাল ৯টায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সার্কিট হাউজ এলাকা থেকে দুইটি বালু বোঝাই ট্রাক্টরসহ এর চালকদের আটক করে।