প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল গত শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের কালিকাপুরে অবস্থিত বাঘাসুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ৪৫৯ জন কাউন্সিলরের মধ্যে ৪৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বর্তমান কমিটির সভাপতি আব্দুর রসিদ। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন আব্দুস শহীদ মিয়া। সর্বোচ্চ ২৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য তরুণ আইনজীবী সাজিদুর রহমান সজল। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দাল মিয়া। ২২২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রোকন উদ্দিন রুক্কু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন ফারুক মিয়া।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে কাউন্সিল উদ্বোধন করেন জেলা বিএনপি সহ সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি ওমর আলী মাস্টার। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও মাধবপুর পৌর বিএনপি সভাপতি আব্দুল আজিজ।