স্টাফ রিপোর্টার ॥ বেতন-ভাতা ও পেনশনসহ যাবতীয় সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাবার দাবীতে হবিগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ৭২ ঘন্টার কর্মবিরতি। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে বাংলাদেশের ৩২৭টি পৌরসভায় একযোগে এ কর্মবিরতি পালিত হচ্ছে। গতকাল রবিবার সকাল কর্মবিরতিতে অংশগ্রহনকারীরা বলেন, পৌর কর্মকর্তা-কর্মচারীগণ দিন-রাত পরিশ্রম করে থাকেন। কিন্তু তাদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে না হওয়ার কারনে তারা মানবেতর জীবন যাপন করছেন। এ কর্মবিরতি চলাকালে ২৮, ২৯ ও ৩০ জানুয়ারী শুধুমাত্র পানি সরবরাহ ছাড়া বাকী সকল সেবা বন্ধ থাকবে বলে জানান নেতৃবৃন্দ।