নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ, উদ্ধীপনা, আনন্দ র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নবজাগরণ ফ্রেন্ডস ক্লাবের দ্বিতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকালে নবীগঞ্জ শহরের ব্যস্থতম সড়কে আনন্দ র?্যালী শেষে নবীগঞ্জ সদর ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবজাগরণ ফ্রেন্ডস ক্লাব উপজেলা শাখার সভাপতি পারভেজ চৌধুরী ফয়েজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তামজিদ আহমদ চৌধুরী আসশাদ ও সুজিব খাঁন সজিবের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, বিশেষ অতিথি ছিলেন সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হাছান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজ আহমদ, সামাজিক সংগঠন অগ্রযাত্রার সাংগঠনিক সম্পাদক হাবিবউল্লাহ রুহেল। এতে বক্তব্য রাখেন নবজাগরণ ফ্রেন্ডস ক্লাব এর সহ সভাপতি নারায়ন চক্রবর্ত্তী, জসিম আহমদ, ফুল মিয়া, আলী আজগর, যুগ্ন সাধারণ সম্পাদক সানুর আহমদ জীবন, সবুজ আহমদ আকাশ,
সাংগঠনিক সম্পাদক আরজু আহমদ দিপু, প্রচার সম্পাদক কাওছার আহমদ, আইন বিষয়ক সম্পাদক সুকেশ সুত্রধর নাঈম, দপ্তর সম্পাদব মোস্তাক আহমদ, শুভ আহমদ। এতে উপস্থিত ছিলেন নবজাগরণ ফ্রেন্ডস ক্লাব ১০নং ইউনিয়নের সভাপতি আশিক আহমদ সাগর, ৮ নং ইউনিয়নের যুগ্ন আহবায়ক রুবেল আহমদ, ইজাজুল, তারেক, ৭নং ইউনিয়নের আহবায়ক জাবিদুর রহমান, যুগ্ন আহবায়ক আবু সাঈদ, ২ নং ইউনিয়নের আহবায়ক রুবেল আহমদ, যুগ্ন আহবায়ক রনি দাশসহ বিভিন্ন ইউনিয়নের দুই শতাদিক নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান সাজু চৌধুরী বলেন সমাজ সেবা ও মানব কল্যাণে নবজাগরণ ফ্রেন্ডস ক্লাব এর কর্মীরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে। অসহায় নিপিড়ীত ও নির্যাতিত মানুষের ভাগ্যউন্নয়নে তাদের কার্যক্রম সত্যিই প্রশংসনিয়। আমি তাদের উত্তর উত্তর সফলতা কামনা করছি। এ সময় তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে নবজাগরণ ফ্রেন্ডস ক্লাবকে ২০ হাজার টাকার অনুদান দেওয়ার ঘোষনা করেন।