নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবীগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গত শনিবার দুপুরে ক্লাবের শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রোগ্রামের চেয়ারম্যান রোটারিয়ান আব্দুর রকিব শিপনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ সফিকুর রহমান, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, ট্রেজারার রোটারিয়ান শামসুল হক, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান ডাঃ আল-মামুন শাহনাওয়াজ, ক্লাব সদস্য রোটারিয়ান ডাঃ সাইফুর রহমান সাগর, রোটারিয়ান ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, রোটারিয়ান প্রতিমা বনিক, রোটারিয়ান শিরিন আক্তার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ১৫০ জন শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।