রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১ম নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল বার চৌধুরী আবু মিয়া (৭৮) গতকাল শনিবার সকালে তার নিজ বাড়ি উপজেলার বহরা চৌধুরী বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান সহ অসংখ্য মানুষ তার বাড়ীতে ছুটে যান। এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- হবিগঞ্জ সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, জেলা বিএনপির সহসভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, পৌর বিএনপির সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, আলাউদ্দিন, মীর খুরশেদ আলম,পারভেজ চৌধুরী প্রমূখ। গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।