স্টাফ রিপোর্টার ॥ প্রায় পৌণে তিন কোটি টাকা ব্যয়ে শহরের দক্ষিন মোহনপুর এলাকার বাইপাস রোড সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বড় ড্রেন নির্মাণ কাজ। শনিবার হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে এ বড় ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন হলে মোহনপুর এলাকাসহ আশপাশের বড় একটি অংশের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে। এছাড়া মেয়র ইনাতাবাদ এলাকায় বিটুমিনাস কার্পেটিং কাজও পরিদর্শন করেন।