স্টাফ রিপোর্টার ॥ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান ও নবীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ফজলুল হক সেলিমকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গ ও তৃণমুল নেতাদের রায় অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদের বহিস্কার করা হয়। একই অভিযোগে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতর আলীকে এবং বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করায় লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজনুকেও বহিস্কার করা হয়েছে। গতকাল রাতে জেলা আওয়ামীলীগের জরুরী সভায় এ বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এডঃ আবুল ফজল, এডঃ আলমগীর ভূইয়া বাবুল, এডঃ আবুল মনসুর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মর্তুজা হাসান, এডঃ লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডঃ সালেহ আহমদ, মর্তুজ আলী ও মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।
সভায় বিস্তারিত আলোচনা শেষে তৃণমুল নেতাদের গোপন ব্যালটে আলমগীর চৌধুরীকে একক পার্থী হিসেবে মনোনীত করা হয়। কিন্তু পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান ও নবীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৮নং সদর ইউনিয়র আওয়ামীলীগের সদস্য ফজলুল হক সেলিমকে বহিস্কার করা হয়। অপর দিকে একই অভিযোগে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতর আলীকেও গতকালের সভায় বহিস্কার করা হয়। অপর দিকে লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজনু নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করায় তাকেও বহিস্কার করা হয়।