এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতার বহিস্কারাদেশ ২৪ ঘন্টার ব্যবধানে প্রত্যাহার নিয়ে তোলপাড় চলছে। বিভক্ত বিএনপির বিরোধ আবারো মাথাছাড়া দিয়ে উঠেছে। শেখ সুজাত সমর্থিত গ্র“পের নেতাকর্মী ছাড়াই গতকাল নির্বাচনীয় প্রতীক বরাদ্দ নেন ১৯ দলীয় জোটের একক প্রার্থী মুজিবুর রহমান শেফু। থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোশাহিদ আলম মুরাদ এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেলকে বহিস্কার ও প্রত্যাহার নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। বিরোধ নিরসনে নাটকীয় চমকে স্থবিরতা নেমে এসেছে। সংকট নিরসনে গভীর নেতৃত্ব শুন্যতায় হতাশা দেখা দিয়েছে। নির্বাচনের সন্ধিক্ষণে বহিস্কারাদেশ নিয়ে চলছে বিশ্লেষণ। দলীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যৌথ সভায় বিরোধ নিরসন হয়। ঘটনাকে রাজনৈতিক চমক হিসেবে অভিহিত করেন অভিজ্ঞ মহল। বিভক্ত বিএনপি নেতাদের কৌশলী সিদ্ধান্তে নতুন সমীকরণ দেখা দেয়। জোটের বৈঠকে একক প্রার্থী হিসেবে মনোনীত হন থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু। ভাইস চেয়ারম্যান পদে সমঝোতার প্রয়াস ব্যর্থ হয়। ছাড় দেয় বিএনপি। অনড় থাকে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও খেলাফত মজলিস। পৃথক প্রার্থী নিয়ে মাঠে রয়েছে উল্লেখিত দু’টি দল। ছাত্রদলের দুই নেতার বহিস্কারাদেশ নিয়ে নাটকীয়তা দেখা দেয়। পুরোনো বিরোধ ফের মাথাছাড়া দিয়ে উঠে। ২২ ফেব্র“য়ারী সন্ধ্যায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুশাহিদ আলম মুরাদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেলকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। দুই নেতাই শেফু সমর্থিত সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। অনেকটা বাধ্য হয়েই উল্লেখিত দুই নেতার বহিস্কারাদেশ মেনে নেন চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান শেফু। ৫ মার্চ দলীয় গঠনতন্ত্রের ৫ এর (গ) ধারায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমদ স্বাক্ষরিতপত্রে বহিস্কাদেশ চুড়ান্ত করেন। পরদিন ৬ মার্চ আবারো কেন্দ্রীয় দপ্তর থেকে লিখিতপত্রে বহিস্কারাদেশ প্রত্যাহার করেন কেন্দ্রীয় বিএনপির দপ্তরে নিয়োজিত ওই নেতা। এখবর চাউড় হলে বিএনপিতে উত্তেজনা দেখা দেয়। চেয়ারম্যার শেফুর বিরুদ্ধে নেপথ্যে সহায়তার অভিযোগ উঠে। তৃণমূলে শেফুর বিরুদ্ধে ম্যাসেজ দেয়া হয়। এ অবস্থায় শেফুকে ঢাকায় গিয়ে বহিস্কারাদেশ বহাল রাখার আল্টিমেটাম দেয়া হয়। প্রতীক বরাদ্দ ও নির্বাচনের মুহুর্তে ঢাকায় যেতে অপারগতা প্রকাশ করেন তিনি। এনিয়ে চাপা ক্ষোভ দেখা দেয়। অভিযুক্ত মুশাহিদ আলম মুরাদ বলেন, আমি ব্যক্তি বিশেষের ষড়যন্ত্রের শিকার। জন্মলগ্ন থেকে দলে রয়েছি। আনুগত্যে ঘাটতি নেই। আমি দল বা প্রার্থীর বিরুদ্ধে নই। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অবহিত হয়ে বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন। মুজিবুর রহমান শেফু নির্বাচনের মুহুর্তে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বহিস্কারাদেশ নিয়ে ভিন্ন মত নেই। অহেতুক গুজব ছড়ানো হচ্ছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি ছাবির আহমদ চৌধুরী বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশ ছাড়া বিজয় সম্ভব নয়। কাউকে দল থেকে বের করে দেয়ার সিদ্ধান্তে বিশ্বাস করিনা। নির্বাচনের গতি বৃদ্ধির স্বার্থেই বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বহিস্কারের সিদ্ধান্ত হয়। প্রার্থীর মতামতের ভিত্তিতেই নির্বাচন পরিচালিত হবে।
সার্বিক বিষয়ে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, দলীয় আনুগত্য সকলকেই মেনে চলতে হবে। নির্বাচনে বিজয়ের পরিবেশ বিঘিœত করা যাবেনা। সাময়িক মতানৈক্য অবসানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।