নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রুবেল মিয়া (২০) নামে এক যুবকরে রহস্যজনক মৃত্যু হয়েছে। গাছে ঝুলন্ত অবস্থায় তার উদ্ধার করেছে পুলিশ। সে আত্মহত্যা করেছে নাকি তাহে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে রুবেলের পরিবার দাবী করছে তাকে হথ্যা করা হয়েছে। গতকাল রবিবার পাঞ্জারাই গ্রামের কুতুব উদ্দিনের বাড়ির পাশে গাছের সাথে গলায় রশি বাধা ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রফিক উল্লার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবেল মিয়া মাস দুয়েক পূর্বে একই গ্রামের কতুব উদ্দিনের কন্যা রিতা আক্তারের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। বিষয়টি মেনে নেয়নি কতুব উদ্দিনের পরিবার। শনিবার রাত সাড়ে ১০টায় রুবেল মিয়াকে নবীগঞ্জ শহরের সিএনজি ষ্টেশনে একা পেয়ে বাবুল ও রুয়েল হামলা চালায়। এখান থেকে রুবেল স্থানীয় লোকজনের সহযোগিতায় তার গ্রামের বাড়ি পাঞ্জারাই চলে যায়। সেখানে রাত সাড়ে ১২টায় তাদের সাথে আবার ঝগড়া হয় রুবেলের। এ সময়ে স্থানীয় মেম্বার মনর মিয়া সালিস হয়ে ঝগড়া থামিয়ে বাড়ি চলে যান। ভোর সাড়ে ৪টায় গিয়াস উদ্দিন ও কতুব উদ্দিন মেম্বার মনর মিয়াকে রুবেলের ফাঁস লাগানোর ঘটনা জানায়। সাথে সাথে মনর মেম্বার গ্রামের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মগ্যে প্রেরণ করে। ঘটনাটি হত্যা বলে দাবী করছে রুবেলের পরিবার। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা তা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।