স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার ৩ প্রার্থীকে জরিমানা ও সতর্ক করছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্র্যামমান আদালত পরিচালনা কালে মোটর সাইকেলে স্ট্রিকার লাগিয়ে প্রচারণা চালানোর অভিযোগে অমরেন্দ্র লাল রায়কে ৫ শত টাকা জরিমানা, অপর চেয়ারম্যান প্রার্থী আব্দুল কদ্দুছকে ২টি মাইক ব্যবহারের অভিযোগে ৫শত টাকা ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান আউয়ালকে একই অভিযোগে ১টি মাইক খোলে নিয়ে সতর্ক করে দেয়া হয়।