স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকারের গত ৯ বছরে দেশের যোগাযোগ খাতে উন্নয়নের বিপ্লব ঘটে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, সকল ক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে শুরু করে বিশাল বড় বড় উন্নয়ন প্রকল্প এ সরকার বাস্তবায়ন করছে, যা অতীতের অন্য কোনো সরকার চিন্তাও করতে পারেনি।
সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের রাজিউড়া-রায়পুর থেকে বালিকান্দি-চড়িপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে এমপি আবু জাহির আরো বলেন, উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনেও দেশরতœ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানালে উপস্থিত জনতা একমত পোষণ করে নৌকায় ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মাঝে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, উপজেলা ইঞ্জিনিয়ার ওবায়দুল বাশার, উপ সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক বদরুল করিম দুলাল, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমরান আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ইউপি চেয়ারম্যান এনামূল হক শেখ কামালসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা ইঞ্জিনিয়ার ওবায়দুল বাশার জানান, ৩৫ লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটির উন্নয়ন কাজ করা হচ্ছে। এতে বেশ কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে।