নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, আলোকিত জনগোষ্ঠী গড়তে শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাসহ দেশের সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। কোমলমতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষা গ্রহণে দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভেতরে বাংলাদেশ সবার ওপরে অবস্থান করছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং ঝড়ে পড়া রোধের লক্ষ্যে ২০০৯-১০ শিক্ষাবর্ষ হতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সকলস্তরের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছেন। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা ইসলামিয়া আলিম মাদারাসা কর্তৃক আয়োজিত দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কসবা ইসলামিয়া আলিম মাদারাসার ম্যানেজিং কমিটির সভাপতি নাঈম বখ্ত এর সভাপত্বিতে ও অত্র মাদরাসার প্রিন্সিপাল মুফতি শামসুজ্জামান এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আখতার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনেরর কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী। বক্তব্য রাখেন ইউপি মহিলা সদস্য সাজিয়া বেগম ও শামসুন্নাহার। এতে উপস্থিত ছিলেন এলাকার কয়েক শতাদিক মানুষ।