স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের আফজলপুর গ্রামে বাক প্রতিবন্ধী এক মেয়েকে যৌন নির্যাতন করায় মামলা দায়ের করা হয় বখাটেদের বিরুদ্ধে। আর এই মামলা দায়ের করায় বাক প্রতিবন্ধী মেয়ের ভাইয়ের ছেলেকে হত্যা করেছে আসামীরা। এব্যাপারে পৃথক হত্যা মামলা দায়ের করলেও আসামীরা এখনও গ্রেফতার হয়নি। বাদী পক্ষের অভিযোগ প্রায় সময়ই আসামীরা দলবল নিয়ে এলাকায় মহড়া দিয়ে যায়। বিভিন্নভাবে মামলা তুলে নেয়ারও হুমকি দেয়।
মামলার বিবরণে জানা গেছে, মাধবপুরের বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ইনুছ মিয়ার কন্যা বাক প্রতিবন্ধী মাফিয়া খাতুনকে যৌন নির্যাতন করে একই গ্রামের আলম খা, এলেম খা, নেয়ামত খা, সাইফুল মিয়া, বাবু মিয়া ও খাইরুল মিয়া। এব্যাপারে ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর তারিখে ইনুছ মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি নারী নির্যাতনের মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলা দায়ের করায় ক্ষুব্দ হয়ে উঠে আসামীরা। মামলার বাদী জানান-আসামীরা ক্ষুব্দ হয়ে গত ১৫ নভেম্বর তারিখে আলম খা, এলেম খা, সবুজ মিয়া, খালেক মিয়াসহ তাদের আত্মীয় স্বজনরা বাক প্রতিবন্ধী মেয়ের ভাইয়ের ছেলে ২ বছরের শিশু সাইফুল ইসলাম জিহাদকে গলা টিপে হত্যা করে তার লাশ একটি পুকুরে ফেলে রেখে যায় আসামীরা। এব্যাপারে আসামীদের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২টি গুরুতর অভিযোগে দায়ের করা মামলার কোনো আসামী এখনও গ্রেফতার হয়নি। মামলার বাদী জানান- এজাহারভূক্ত আসামী ছাড়াও তাদের আত্মীয় আজব খা ও আব্দুর রহমান দলবল নিয়ে প্রায় সময় তাদের রাস্তাঘাটে হুমকি দিয়ে থাকে। তাদের ভয়ে বাদী পক্ষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না বলেও জানান বাদী পক্ষ।