স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএমএ’র সহ-সভাপতি ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ অসিত রঞ্জন দাশের মেয়ে ডাঃ অর্পিতা দাশের বিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল রাতে হবিগঞ্জ শহরের শংকর সিটি কমপ্লেক্সে অবস্থিত রমা কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় অন্যান্যর মাঝে অংশগ্রহণ করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএমএ এবং স্বাপিচের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, বিএমমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জল, ডাঃ মোঃ জমির আলী, ডাঃ এসকে ঘোষ, ডাঃ আশরাফ উদ্দিন, ডাঃ কায়ছার রহমান, ডাঃ প্রদীপ কুমার দাশ, ডাঃ দেবাশীষ দেবনাথ, ডাঃ গোতম বরুন মিস্ত্রি, ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী, ডাঃ তারেক সহ রাজনীতিক ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।