প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে জেলা কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগ সভাপতি ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির রেজা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্ব দেওয়ান জয়নাল আবেদিন। সভা পরিচালনা করেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ও বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু। সভায় জেলা কৃষকলীগ নেতা আব্দুর রহিম সিরাজ ও জেলা কৃষকলীগ নেতা কামাল উদ্দিনের বড় ভাই আলহাজ্ব ডাঃ আব্দুল ওয়াদুদ, জেলা কৃষকলীগ নেতা আব্বাস মিয়া মোল্লার বাবা বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া মোল্লা, পৌর কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ এর পিতার রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। সভায় প্রধানমন্ত্রীর সিলেট জনসভা সফল করার জন্য হবিগঞ্জ জেলা কৃষকলীগের সর্বোচ্চ অংশগ্রহন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাকির হোসেন সেলিম, জেলা কৃষলগীগ নেতা এডভোকেট প্রসেনজিৎ দে, শেখ সেলিম, মহিলা সম্পাদিকা ও জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকি, শাহজাহান চৌধুরী সেজু, শেখ মোঃ আজমান মিয়া, সামাল আহমেদ, কামাল উদ্দিন, শাহিন আহমেদ, মুক্তিযোদ্ধা তাহির মিয়া, এডভোকেট শাহ আলম সারোয়ার, আব্বাস মিয়া মোল্লা, বশির আহমেদ, আরিফ মাহমুদ মজনু, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জামাল উদ্দিন সর্দার, মাধবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি রাসেল পারভেজ, হবিগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আক্তার, মোঃ আবু তাহের, মোঃ সিজিল মিয়া, মোঃ সোহেল মিয়া, পৌর কৃষকলীগের সহ-সভাপতি আবুল কাশেম, পৌর কৃষকলীগের প্রচার সম্পাদক তাপস সাহা প্রমূখ।