বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর মাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বদরুন নাহারের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বানিয়াচং প্রেসক্লাব। গতকাল বুধবার জোহর নামাজের পর সাবরেজিস্ট্রার অফিস মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পূর্বে অসুস্থ শিক্ষিকা বদরুন নাহার ও তার পরিবারের মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ মো.আশিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিব্বির আহমদ আরজু, ক্রীড়া সম্পাদক দেওয়ান শোয়েব রাজা, কার্যকরি কমিটির সদস্য সর্দার আজিমুল হক স্বপন, মখলিছ মিয়াসহ মুসল্লিগণ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন সাবরেজিস্ট্রার অফিস জামে মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান।