মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চেক ডিজঅনার মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যুবলীগ নেতা প্রণববন্ধু ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চন্দ্রকুমার ভৌমিকের ছেলে ও আন্দিউড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
মাধবপুর থানার এএসআই মাহবুব আলম জানান, তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় মাধবপুর থানায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার বিকালে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।