স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে একটি চোরাই মোটরসাইকেল ও ৪৭ বোতল ভারতীয় মদ এবং দুই বোতল বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সঈদ আহমেদ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেন। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এছাড়া, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সোহেল আহমেদসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় মদ এবং বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার আজিম উদ্দিনসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ এবং দুই বোতল বিয়ার জব্দ করেন। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।