স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান সেলিম বলেছেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ উন্নত হয়। তাই দেশরতœ শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর সিলেটের জনসভাকে যুব সমুদ্রে পরিণত করতে প্রতিটি জেলার নেতৃবৃন্দকে নিরলসভাবে কাজ করার আহবান জানান তিনি। আতাউর রহমান সেলিম বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগ যে অবদান রেখেছে তা আর কোনো সরকার করতে পারেনি। আর উন্নয়ন কর্মকান্ডে রয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বলিষ্ট ভূমিকা। ভবিষ্যতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে আমরা কাজ করে যেতে চাই। সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৩৬০ আউয়ালিয়ার পূন্যভূমি সিলেটে আগমন উপলক্ষে জনসভাকে সফল করার লক্ষ্যে গতকাল সিলেট রেজিস্ট্রি মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরানের পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বারগণ, যুগ্ম সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মৌলভীবাজার, সুনামগঞ্জ সিলেট জেলা এবং মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এছাড়াও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হবিগঞ্জের সহশ্রাধিক নেতাকর্মী এতে অংশ নেন। এর পূর্বে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্ত্বরে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর নেতৃত্বে শতাধিক গাড়ি বহর পৌছলে জেলা যুবলীগের সভাপতিসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।