স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরীর মাতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বদরুন নাহারের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর কোর্ট মসজিদে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অপু চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, যুগ্ম সাধারণ সম্পাদক কেএমএ ওয়াহাব নাইমী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কাউছার আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ মুলল্লিরা অংশ গ্রহন করেন। দোয়া মাহফিলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বদরুন নাহারের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।