নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এনায়েত খান মহিলা কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজনে ২২ জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তিমিরপুরস্থ উক্ত কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আহসান চৌধুরী ও শামীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এনায়েতুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান। সংবর্ধিত প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব নেহার মিয়া চৌধুরী, সহ সভাপতি মোঃ তালেব উদ্দিন, মোঃ ফুল মিয়া, নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি হাজী নজির মিয়া, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হাজী তুহিন আহমদ চৌধুরী, সহ কোষাধক্ষ্য আতাউর রহমান চৌধুরী শিলু, তোহা আহমেদ চৌধুরী, সদস্য জাহাঙ্গীর রানা, গিয়াস উদ্দিন তালুকদার, সদস্য ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, এডুকেশন ট্রাষ্ট ইউকের সদস্য আবুল আলম শামীম বুরহানী, শাহ হাবিবুর রহমান বেলায়েত, ম্যন্সফিল্ড এ্যাসফিল্ড বাংলাদেশ এসোসিয়েশন এর চেয়ারম্যান মোতাহের চৌধুরী, লন্ডনস্থ বাঙ্গালী কমিউিনিটি লিডার সিরাজুল ইসলাম, আব্দুস সালাম চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা টিভির সিলেট ব্যুরো চিফ আবু তালেব মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাজু আহমেদ চৌধুরী, জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর চৌধুরী সালমান, শামীম চৌধুরী প্রমুখ।
সভায় বক্তাগন গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কোষাধক্ষ্য ও নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান খান মহিলা কলেজ প্রতিষ্ঠা করায় তার ভূয়সী প্রশংসা করে তারা সকলে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন এবং সভায় উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী ৫০ হাজার টাকা, নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী ১টি কক্ষ, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব নেহার মিয়া চৌধুরী ১টি কক্ষ, শাহ হাবিবুর রহমান বেলায়েত ১ লক্ষ টাকা, হাজী মোঃ মামুন চৌধুরী ৩ লক্ষ টাকা, মোতাহের চৌধুরী ৫ লক্ষ টাকা, হাজী তালেব উদ্দিন ১ লক্ষ টাকা, হাজী তুহিন চৌধুরী ১ লক্ষ টাকা, মাখন চৌধুরী একটি কক্ষ, আব্দুস শহিদ ৪শত বস্তা সিমেন্ট, আতাউর রহমান চৌধুরী শিলু ১ লক্ষ, ফিরুজ মিয়া ১ লক্ষ টাকা, ফখরুদ্দিন ৩ লক্ষ টাকা প্রদানের আশ্বাস দেন।