প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে হাজী মোহাম্মদ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ২০ জানুয়ারি শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন মিয়ার সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা মোঃ নিজাম উদ্দিন শাহজাহান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এনাম আহমেদ, আলহাজ্ব লাল মিয়া লন্ডনী, সদস্য নুরুল আমিন, তাজুল ইসলাম খান, শাহাব উদ্দিন আহমেদ, আব্দুর রহিম, আম্বিয়া খাতুন, শিক্ষক প্রতিনিধি গোপাল চন্দ্র সূত্রধর, রীমা রানী দেবী, সীমা রানী দত্ত, বিশিষ্ট মুরুব্বী আব্দুল হাই (ফজল মিয়া) আব্দুল কাদির ও আব্দাল মিয়া মেম্বার, হাফেজ নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।