স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট শ্রেণি শিক্ষক মনোনীত হয়েছেন হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি হাফিজ আহমদ নিজামী শফি। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গতকাল হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা পর্যায়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রভাষক মুফতি হাফিজ আহমদ নিজামী শফি হাতে শ্রেষ্ট শ্রেণি শিক্ষকের পদক তুলে দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা, বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবনসরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এলিয়াছ হোসেন, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, হবিগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক প্রমুখ।
মুফতি হাফিজ আহমদ নিজামী শফি চুনারুঘাট উপজেলার গোছাপাড়া সরদার বাড়ির মাওঃ ক্বারী আব্দুল মালেক নিজামী বড় ছেলে। তিনি ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ফিকাহ বিবাগে ১ম শ্রেনিতে প্রথম স্থান, চট্টগ্রাম বিম্ববিদ্যালয় থেকে বিএন অনার্স ১ম শ্রেনিতে ৪র্থ এবং মাস্টার্সে ১ম শেনিতে ২য় স্থান অর্জন করেন। তিনি ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সনের অক্টোবর থেকে তিনি হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন।