স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পরিত্যক্ত একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের দক্ষিণ মোহনপুর গ্রামের আব্দুর রউফ মিয়ার পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কয়েকজন শিশু আব্দুর রউফ মিয়ার পুকুরের সন্নিকটে ব্যাডমিন্টন খেলছিল। এক পর্যায়ে ফ্লাওয়ারটি ওই পুকুরে পড়ে যায়। এ সময় শিশুরা পুকুর থেকে ফ্লাওয়ারটি আনতে গেলে লাশটি দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।