প্রেস বিজ্ঞপ্তি ॥ পুলিশের গুলিতে নিহত চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর এবং যুবদল নেতা ইউনুছ আলীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বিএনপি’র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবক সংগঠন ন্যাশনালিস্ট স্যালভেশন উইং। গতকাল সোমবার বিকালে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক সেলিম এবং স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মরহুম ইউনুছ আলীর স্ত্রীকে অত্র সংগঠনের পক্ষ থেকে নগদ ৯০ হাজার টাকা প্রদান করা হয়। ন্যাশনালিস্ট স্যালভেশন উইং এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কেন্দ্রীয় মহিলাদল নেত্রী ফাইজুন নাহার লীনা এবং উপদেষ্টা রেজওয়ানুল রশীদ শোভন, সভাপতি মাহবুবুর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মীর জাহান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশ, সম্মানিত সদস্য সাহেব আলী ও আব্দুস সালাম সালমান। সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখেন এন এস ডাব্লিউ এর নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেন, আজ ন্যাশনালিস্ট স্যালভেশন উইং আমাদেরকে অর্থাৎ হবিগঞ্জ জেলা বিএনপিকে লজ্জা দিয়ে গেলো। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে সংগঠিত হয়ে আমাদের ভাইয়েরা এসেছেন আমাদেরই এক ভাই এর পরিবারকে সহায়তা করতে, কিন্তু আমরা স্থানীয় বিএনপি মানসিক সহযোগিতা নিয়েও ইউনুছ পরিবারের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি, যা আমাদের জন্য চরম লজ্জা আর রাজনৈতিক কর্মী হিসাবে ব্যর্থতা। পরিশেষে নিহত ইউনুস পরিবারকে এ অনুদানের জন্য ন্যাশনালিষ্ট স্যালভেশন উইং এর সকল স্তরের নেতা কর্মীদের প্রতি দলীয় এবং ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এডভোকেট মঃ এনামুল হক সেলিম। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী আবুল হোসেন মহালদার, সাবেক ছাত্রনেতা জিকে গাফ্ফার, চুনারুঘাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার, হবিগঞ্জ জেলা বিএনপি নেতা এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা তাঁতীদল আহবায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, যুগ্ম আহবায়ক শফি কাইয়ূম, জেলা ছাত্রদল সহ সভাপতি ফয়সল আহামদ, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, চুনারুঘাট উপজেলা ছাত্রদল আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান রুম্মন, জেলা ছাত্রদল নেতা জিকে ঝলক, আছকির আহামদ, রুমেল খান চৌধুরী, চুনারুঘাট পৌর যুবদল যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন, পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম সুজন ও হোসাইন মোঃ রুবেল প্রমূখ।