মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৫তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার সকালে র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিএনপির নেতা মিনহাজউদ্দিন চৌধুরী, কাউন্সিলর গোলাপ খান, হাজী মাসুকুর রহমান, সহিদ মিয়া মেম্বার, সফিক মিয়া, বিপ্লব খান, পৌর যুবদলের সভাপতি হাজি ফিরোজ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ওলামা দলের সভাপতি কারী আব্দুল কুদ্দুছ নুরী,সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম ইকরাম, পৌর ছাত্রদল নেতা এমদাদুল হক সুজন, আলমগীর কবির, ওমর ফারুক, রাজিব দেব রায় রাজু, জসিম শিকদার, আল মামুন, রিফাতউদ্দিন, শফিক মিয়া স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মোঃ সোহেল, সাহাবউদ্দিন, মাহবুব খান প্রমূখ।