নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রনে কঠোর ব্যবস্থা গ্রহনসহ নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান এর সভাপতিত্বে আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসদ সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, ছাইম উদ্দিন, আলী আহমদ মুছা, সাজু আহমদ চৌধুরী, আবু সাঈদ এওলা, বজলুর রশীদ, জাবিদ আলী, মুহিবুর রহমান হারুন, নজরুল ইসলাম, আবু সিদ্দীক, আশিক মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, এসআই সুজিত চক্রবর্তী, ডাঃ আব্দুস সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা প্রমূখ। সভায় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী উপজেলার সর্বত্র মাদক নিয়ন্ত্রনে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান। এছাড়া দীর্ঘদিন ধরে শহরে তীব্র যানজটের জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। তা লাঘবে চলতি সপ্তাহের মধ্যে সম্মিতভাবে উপজেলা প্রমাসনের উদ্যোগে শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।