আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তীর শাস্তি ও অপসারণের দাবিতে প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল রবিবার দুপুরে আওয়ামীলীগ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসাইন আমীরের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, প্রস্তাবিত কমিটির যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার, পৌর ছাত্রলীগ সভাপতি আহছানুল বাহার সাজিন, সহ-সভাপতি হাসান সৌরভ, কলেজ ছাত্রলীগ নেতা ফাহিম আহমেদ ইমন, বদলপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজ জনি, শিবপাশা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মুহাদ্দিস আলী তোতা প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তীর শাস্তি ও অপসারণ দাবি করেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজমিরিগঞ্জ-বানিয়াচং থেকে বারবার নির্বাচিত এমপি এডভোকেট আব্দুল মজিদ খান এর ছবি সম্বলিত ব্যানার আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী ছিড়ে ফেলেন। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিনষ্ট করার লক্ষ্যেই তিনি এ কাজ করেছেন। সরকারের একজন সামান্য কর্মচারী হয়ে তিনি এত বড় সাহস কোথায় পেল? একই সাথে বক্তারা উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার দাবি জানান। এবং গ্রেফতারকৃত উকেদ মিয়ার নিঃশর্ত মুক্তি চান।