শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে সুসংগঠিত করতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৩৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-আগামী দিনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে সুসংগঠিত করতে হবে। নিজেদের মধ্যে কোন ধরনের বিভেদ রাখা যাবে না। ১’শ টাকার উপরে পেয়াজের দামের কথা উল্লেখ করে তিনি বলেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে আজ সাধারণ মানুষ অনেক কষ্ট করছে। কোথায় আজ নিরাপত্তা নাই, কথা বলার স্বাধীনতা নাই। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে নিময়তান্ত্রিক ভাবে আন্দোলন করতে হবে। তিনি সোমবার বিকালে উপজেলার বাঘাসুরা যুবদলের ত্রি-বার্ষিক কাউন্সিল পরবর্তী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাঘাসুরা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি কে.এম.সুলতান শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী খাঁন, পৌর বিএনপির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সহসভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আকতার হেলেন, হাজী অলি উল্লাহ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিএনপি নেতা হাজী মাসুক রহমান, কবির চৌধুরী, ফিরোজ মিয়া, এস.এম ইকরাম। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবদল সভাপতি মোঃ এনায়েত উল্লাহ। ছাত্রদল নেতা শাহ আজিজুর রহিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রশিদ, মোঃ সহিদ মিয়া, এডঃ সাজিদুর রহমান সজল, আব্দাল মিয়া, যুবদল নেতা নজরুল গাজী, হোসাইন আহম্মদ, মোঃ হোসেন শাওয়াল, হুমায়ুন কবির বাবুল, আলমগীর কবির প্রমূখ। কাউন্সিলে মোঃ নজরুল গাজী সভাপতি, মোঃ হোসাইন সাধারণ সম্পাদক ও মোঃ হোসেন শাওয়ালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে প্রধান অতিথিকে ফুলে তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন বাঘাসুরা ইউনিয়নের নির্বাচিত ইউ/পি সদস্য জয়নাল আবেদীন তালুকদার, সেলিম মিয়া, আল আমিন মিয়া, লিটন মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com