মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-আগামী দিনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে সুসংগঠিত করতে হবে। নিজেদের মধ্যে কোন ধরনের বিভেদ রাখা যাবে না। ১’শ টাকার উপরে পেয়াজের দামের কথা উল্লেখ করে তিনি বলেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে আজ সাধারণ মানুষ অনেক কষ্ট করছে। কোথায় আজ নিরাপত্তা নাই, কথা বলার স্বাধীনতা নাই। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে নিময়তান্ত্রিক ভাবে আন্দোলন করতে হবে। তিনি সোমবার বিকালে উপজেলার বাঘাসুরা যুবদলের ত্রি-বার্ষিক কাউন্সিল পরবর্তী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাঘাসুরা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি কে.এম.সুলতান শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী খাঁন, পৌর বিএনপির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সহসভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আকতার হেলেন, হাজী অলি উল্লাহ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিএনপি নেতা হাজী মাসুক রহমান, কবির চৌধুরী, ফিরোজ মিয়া, এস.এম ইকরাম। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবদল সভাপতি মোঃ এনায়েত উল্লাহ। ছাত্রদল নেতা শাহ আজিজুর রহিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রশিদ, মোঃ সহিদ মিয়া, এডঃ সাজিদুর রহমান সজল, আব্দাল মিয়া, যুবদল নেতা নজরুল গাজী, হোসাইন আহম্মদ, মোঃ হোসেন শাওয়াল, হুমায়ুন কবির বাবুল, আলমগীর কবির প্রমূখ। কাউন্সিলে মোঃ নজরুল গাজী সভাপতি, মোঃ হোসাইন সাধারণ সম্পাদক ও মোঃ হোসেন শাওয়ালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে প্রধান অতিথিকে ফুলে তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন বাঘাসুরা ইউনিয়নের নির্বাচিত ইউ/পি সদস্য জয়নাল আবেদীন তালুকদার, সেলিম মিয়া, আল আমিন মিয়া, লিটন মিয়া।