স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাসস্ট্যান্ডে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন ইস্যু মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী। মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র।
তার ভাই জানান, ইস্যু মিয়া মৌলভীবাজারে কাঁচামালের ব্যবসা করে আসছেন। গতকাল সোমবার সকালে মৌলভীবাজার থেকে হবিগঞ্জগামী বিরতিহীন বাসে উঠেন। শ্রীমঙ্গল এলাকায় বাসটি এলে এক ফেরীওয়ালা উঠে। এ সময় সে ক্যাম্পাস করে তাকে কিছু খেতে দেয়। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে বাসের হেলপার তাকে মিরপুর নামিয়ে দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।