অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ গতকাল সোমবার ২২ জানুয়ারী বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্টিত হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শায়েস্তাগঞ্জের জগন্নাথপুর রাধা কৃষ্ণ মন্দিরে এ পূজা অনুষ্টিত হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল-সকাল ৯টায় পূজার্চনা, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি প্রদান, সকাল ১১টায় প্রসাদ বিতরণ, বিকাল ৩টায় ধর্মীয় সভা, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি, সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত্রি ১০টায় ধর্মীয় পালাগান ও রাত ১১টায় পুরস্কার বিতরনের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ পূজা অনুষ্টিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়।