প্রেস বিজ্ঞপ্তি ॥ উপজেলা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী বৈঠক গতকাল দলের অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি হাফেজ মাওঃ আব্দুল্লাহ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা মজলিস নেতা মাওঃ আব্দুল মজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওঃ ওলিউর রহমান, মাওঃ আব্দুল বাছির, মাওঃ মাহমুদুল হাসান, মাওঃ আবু সালেহ (প্রিন্সিপাল), উপজেলা সেক্রেটারী হাফিজ নাজমুল হুদা, মুফতি আবু ইউসুফ চৌধুরী, মাওঃ সালেহ আহমদ, মাওঃ আব্দুর রকিব, মাওঃ বশির আহমদ, হাফেজ রুহামাউর রশিদ চৌধুরী, মাওঃ সাজিদুর রহমান, মাওঃ আবু মুছা, মাওঃ বদরুল আলম, মাওঃ মুজাহিদুল ইসলাম, মাওঃ আবুল হাসান, ক্বারী ইব্রাহিম তালুকদার, ক্বারী তাজুল ইসলাম প্রমুখ। এতে সভাপতির বক্তৃতায় হাফেজ মাওঃ আব্দুল্লাহ নেজামী ব্যক্তি কিংবা দল নয় ইসলামের জন্য নিবেদিত শক্তিকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বৈঠকে আসন্ন উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচনে নেতাকর্মীদের ভোটাধিকার প্রয়োগে পদক্ষেপ নিতে সর্ব-সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।