শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে আদর্শ শিক্ষক কল্যাণ সংস্থার ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন-সংস্থার সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল রকিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন।
সমিতির সভাপতি মোঃ আমির ফারুক তালুকদার আমেরিকাতে থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সহ-অর্থ সম্পাদক এবিএম শিবলী। বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন- সংস্থার সমাজ কল্যাণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক। বার্ষিক আর্থিক প্রতিবেদন পেশ করেন- সংস্থার অর্থ সম্পাদক জ্যোতি ব্রত চৌধুরী।
উপস্থিত ছিলেন, সহ-সভাপতি-মোঃ তাহের মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক তরফদার, প্রধান শিক্ষক নুরউদ্দিন কবির, সফিকুল ইসলাম আনসারী, লুৎফুর রহমান, মোঃ মানিক মিয়া, আইয়ূব আলী, সামছুল হক, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, সংস্থার বিনিয়োগ কমিটি সদস্য প্রভাষক নুরুল আলম সিরাজী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ, প্রভাষক জালাল উদ্দিন রুমি, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।