প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস আজমিরীগঞ্জ থানা শাখার কমিটি পুনঃগঠিত হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস আজমিরীগঞ্জ থানা শাখার উদ্যোগে বিরাট উজানপাড়া মাদ্রাসায় এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। মুফতী মাওলানা জুনাইদ আহমদ শাকিরের সভাতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান মেহমান ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন থানা সেক্রেটারী ডাঃ মৌলভী হারুনুর রশিদ বিরাট, মাওলানা হারুনুর রশিদ জলসুখা, মাওলানা ফারুক আহমদ, মাওলানা একরাম হোসেন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান চৌধুরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হাফেজ মুজাম্মেল হক চৌধুরী, মাওলানা আব্দুল হামিদ আক্তার, মোঃ আব্দুল মান্নান, মোঃ মনু মিয়া, মোঃ এজহারুল ইসলাম, মাওলানা আক্তার হোসাইন, মাওলানা আবু সাঈদ সুমন, মাওলানা মুবাশ্বির আহমদ, মাষ্টার জাহাঙ্গীর হোসাইন রহিম, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা সাদিক আহমদ, সিদ্দিক আহমদ, মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।
পরিশেষে মাওলানা মুফতী জুনাইদ আহমদ শাকিরকে সভাপতি, ডাঃ মৌলভী হারুনুর রশিদকে সেক্রেটারী এবং মাওলানা মিজানুর রহমান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট থানা।