স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের (১৯৮২-৮৩ ব্যাচের) সমন্বয়ে গঠিত “বন্ধন” সংগঠনের পক্ষ থেকে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের রূপকার হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রাতে সংসদ সদস্যের বাসভবনে এ শুভেচ্ছা জানানোকালে উপস্থিত ছিলেন বন্ধন সংগঠনের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কুতুব উদ্দিন, আব্দুল হাদী চৌধুরী, সদস্য সচিব ডাঃ মোঃ জিতু মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য এডঃ মোঃ লুৎফুর রহমান তালুকদার, মোঃ তজম্মুল হক চৌধুরী, সাংবাদিক মোঃ ফজলুর রহমান, এমদাদুর রহমান বাবুল, এডঃ ক্ষিতিশ গোপ, আব্দুল কাদির কাজল, কামরুল আহসান, গোবিন্দ লাল দাস, নৃপেন্দ্র চন্দ্র দাস, সাহিদ মিয়া, সফিউল আলম, হেমেন্দ্র চন্দ্র দাস, মোঃ আব্দুল কদ্দুস, মোতাহার আলী, লাল চান দাস, মোস্তাফিজুর রহমান, কাজল সরকার প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আবু জাহির এমপি বন্ধন সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, এ সংগঠনের মাধ্যমে বন্ধুত্ব আরো অটুট হবে। তিনি বন্ধন সংগঠনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ছাত্র হিসেবে নিজেকে ধন্য মনে করেন।