নিজস্ব প্রতিনিধি ॥ স্বাধীনতার পূর্বাপর ছাত্র আন্দোলনের গৌরবোজ্জল ধারা ফিরিয়ে আনা না গেলে দেশের সামগ্রিক অগ্রগতি বাধা গ্রস্থ হবে। গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত পূর্নমিলনী অনুষ্ঠানে আলোচনা করা এ অভিমত ব্যক্ত করেন।
পূণমির্লনী উপলক্ষে জেলার ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র ইউনিয়নের উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন নেতা কর্মী যোগ দেন। দীর্ঘদিন পর পরস্পরের সাক্ষাত পেয়ে সকলেই আবেগ আপুত হয়ে পড়েন। মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে জেল জুলুম, নির্যাতন সহ্যের স্মৃতিচারন করে কান্নায় ভেঙ্গে পড়েন। ফলে প্রায় দিনব্যাপী এ অনুষ্ঠানে ঘিরে ছিল এক আবেগময় পরিবেশ।
এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারন করেন, মোহম্মদ আলী মমিন, মোঃ জহুর হোসেন, মানিক চন্দ্র পোদ্দার, কবীর আহমেদ, শচিন্দ্র চন্দ্র দেব, প্রীতি কুসুম সিংহ, মোঃ আকবর হোসেন, সৈয়দ আব্দুল হাই ফয়সাল, মোখলেছ মুস্তাসির (মখলিছ মিয়া), দিলীপ কুমার আচার্য, মোঃ হাবিবুর রহমান, মোঃ আজম উদ্দীন, হীরেন্দ্র দত্ত, মোঃ সাজিদ আলী, জসিম উদ্দীন আহমেদ লিলু, চৌধুরী ফজলে নূর ইসমত, আব্দুল মোত্তালিব, মুরলী ধর দাস, করুনা রঞ্জন পাল, অমিতাভ চক্রবর্তী, গোকুল চন্দ্র দাস, মোঃ আব্দুল হাকিম, পিনাক রঞ্জন দেবনাথ, তোফাজ্জল হোসেন চৌধুরী, সামরিনা নওশিন দীনা, শ্রীমন্ত রায়, মৃন্ময় মোদক, এনায়েত হাসান মানিক, মোঃ আব্দুল মতিন, মোঃ আজমল খান, শরদিন্দু ভট্টাচার্য টুটল, আজমান আহমেদ, শংকর কুমার চন্দ্র, মুকোল আচার্য, শ্রীকান্ত দেব, মোঃ আব্দুর রহিম, প্রানেশ বনিক, জোতিরঞ্জন সিনহা স্বপন, আলহাজ আব্দুল আওয়াল চৌধুরী, মুকুল চন্দ্র রায়, দেবেশ চন্দ্র সাহা, পীযূষ চক্রবর্তী, মো: মজিবুর রহমান, মোঃ আফতাব উদ্দীন, মোঃ আব্দুর রউফ, নবনীতা দত্ত তিথি, শকুন্তলা চৌধুরী, মাধবী চৌধুরী, ফুয়াদ হাসান, গুরুদাশ বনিক, মোঃ তাজুল ইসলাম, রামেন্দ্র চন্দ্র দাশ, উজ্জল কুমার দেব রায়, সৈয়দ ফজলুল হাসান, এডঃ রনধির দাশ, অশোক কুমার রায়, রবীন্দ্র চন্দ্র পাল, মোঃ আঃ মন্নান, নির্মলেন্দ পাল চৌধুরী, অশোক কুমার ধর, সুধাংশু তালুকদার, রাশীদুল হাসান চৌধুরী কাজল, বন্ধু মঙ্গল রায়, শাম্স উদ্দীন আহমেদ চৌধুরী, আব্দুর রশিদ, শহিদ উদ্দীন চৌধুরী, মোঃ শরীফ উলাহ, শাহ মাহবুবুর রহমান প্রমুখ।