প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে জনতা ব্যাংক লিমিটেড গোপলার বাজার শাখার উদ্যাগে ঝিটকিয়া’য় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ। গত বুধবার ১৭ জানুয়ারী দুপুর ১২টায় জনতা ব্যাংক লিমিটেড হবিগঞ্জের উপ-মহাব্যবস্থাপক মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ আই মমিনুর রহমান খানের সঞ্চালনায় জনতা ব্যাংক লিমিটেড গোপলার বাজার শাখার উদোগে ঝিটকিয়া’য় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ উপলক্ষ্যে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হাছিব।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড গোপলার বাজার শাখার ব্যবস্থাপক দীনবন্ধু রায়। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জনতা ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার সখি চরণ দাশ, সিনিয়র অফিসার মোঃ আব্দুস সালাম, গোপলার বাজার শাখার অফিসার মোঃ আকল আলী, বিশিষ্ঠ মুরব্বি কাওছার মিয়া, তুরা মিয়া, ফারুক মিয়া, ইউপি মেম্বার আব্দুল আজিজ, শফিক মিয়া, নুরুল ইসলাম, শওকত আলী, আশিক মিয়া, রুবেল আহমদ, শহিদুল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ এলাকার কৃষকদের মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেন। প্রধান অতিথি’র বক্তব্য তিনি বলেন স্বল্প সুদে আজ কৃষকদের মধ্যে যে ঋণ বিতরণ করা হল সেই ঋণ নিয়ে সঠিক ভাবে কাজে লাগিয়ে আবারো সময়মতো পরিশোধ করবেন এবং অন্যদের ঋণ গ্রহনে উৎসাহীত করবেন এতে করে ব্যাংক উপকৃত হবে এবং সাধারণ মানুষগণও উপকৃত হবে।