স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে সামছুল আলম (৪৬) নামে হত্যা মামলার এক আসামীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মৃত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সামছুল আলম বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের জালাল উদ্দিন ওরফে জালু মিয়ার পুত্র। কারাগার সূত্র জানায়, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ করে সামছুল আলম কারাগারে অচেতন হয়ে পড়ে। এ সময় কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ত্রিলোক চাকমা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়। গত ১৭ জানুয়ারি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হত্যা মামলার এজহারভুক্ত আসামী হাকিম মারা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কারারক্ষি জানায়, সামছুল আলম মারা যাওয়ার আগে আরেক হাজতি অসুস্থ হয়ে পড়েছে। এতে কারাগারে বন্দিদের মাঝে আতংক বিরাজ করছে।
হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত ত্রিলোক চাকমা জানান, আসামী সামছুল আলমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে জেল সুপার গিয়াস উদ্দিন জানান, সামছুল একটি হত্যা মামলার আসামী। কারাগারে বুকে ব্যথা উঠলে তাকে হাসপাতালে নেয়া হয়।