স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনি, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর ছবিসহ আওয়ামীলীগের উন্নয়ন চিত্র সম্বলিত ব্যানার ছিড়ে ফেলায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তীর অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। বক্তারা উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম-আহ্বায়ক মুমিনুর রহমান সজীবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা নিস্পত্তি ও যুবলীগ নেতা উকিদ আলীর নিঃশর্ত মুক্তি দাবী করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তীর অপসারণ ও শাস্তির দাবী জানান।