অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ ৮ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার রাত ১০টায় শায়েস্তাগঞ্জ থানাধীন চাঁনপুর গ্রামের বাসস্তী রবিদাসের রাস্তার উপর হতে সদর উপজেলার সুরাবই গ্রামের হারুন মিয়ার পুত্র মোঃ ফারুক মিয়া (৪১) কে আটক করে থানায় নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই আমিনুল হক ও এএসআই রুবেল দাস সহ একদল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। শায়েস্তাগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন জানান, তাকে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে আজ প্রেরণ করা হবে।