অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ অলিপুরে ট্রাক চাপায় নিহত ব্যক্তির ৫ মাসেও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সুত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর স্কয়ার গেইটের সামনে গত ১৫ আগষ্ট সকাল সাড়ে ৬টায় অজ্ঞাত (৩০) ব্যক্তিকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার ওই ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার বলেন, বিভিন্ন পত্রিকায় নিহত ব্যক্তির সংবাদ প্রকাশ হওয়ার পরও কোন পরিচয় পাওয়া যায়নি এবং আত্মিয়স্বজন যোগাযোগ না করায় আমরা নিহতের ছবি বিভিন্ন থানায় পাঠাই। এতেও কাজ না হওয়ায় আঞ্জুমানে মুফিদুল ইসলামে লাশ দাপন করা হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগাযোগ করার কথা বলেন তিনি।