স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া এলাকায় বিরতিহীন বাসের চাপায় একটি টেম্পু দুমড়ে মুচড়ে গেছে। এ সময় চালকসহ ৫ যাত্রী আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় নসরতপুর গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র টেম্পু চালক ইউনুছ মিয়া (৫০), মালবোঝাই টেম্পু নিয়ে শায়েস্তাগঞ্জে রওয়ানা দেয়। উল্লেখিত স্থানে পৌছলে পেছন থেকে একটি বেপরোয়া বিরতীহিন বাস ধাক্কা দেয়। এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায় এবং উল্লেখিত সংখ্যক যাত্রী আহত হয়।