স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম মোল্লা মাছুম এর সমর্থকদের হাতে অপর আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী অমরেন্দ্র লাল রায় লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহষ্পতিবার বিকেলে লাখাই বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল সকালে আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায় মুড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে গণসংযোগে যান। গণসংযোগ শেষে উপজেলা সদরে রওয়ানা দেন। এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাশেম মোল্লার কয়েকজন সমর্থক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি লিয়াকত আলীর ভাই বশির আহমেদ এবং কাউছার আহমেদ তাকে জোরপূর্বক মোটর সাইকেল থেকে টেনে হেচড়ে নামিয়ে ফেলে। তারা প্রার্থী অমরেন্দ্র লাল রায়কে শারিরীকভাবে লাঞ্ছিত করে এবং নির্বাচন থেকে সড়ে দাড়ানোর হুমকি দেয়। খবর পেয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন, জেলা রিটার্নিং অফিসার আবদুর রউফ ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি প্রশাসনের লোকজন মিমাংসার উদ্যোগ নেন। তবে তা সুরাহা হয়নি। এদিকে বিকেলে লাখাই বাজারে চেয়ারম্যান প্রার্থী অমরেন্দ্র লাল রায়কে লাঞ্ছিত করার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ব্যাপারে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী অমরেন্দ্র লাল রায় জানান প্রতিবাদ সভার পর এলাকার লোকজনকে নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচন করবেন কি না।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল হাশেম মোল্লা মাছুম জানান, তার কোন লোকজন অমরেন্দ্র লাল রায়ের উপর কোন হামলা করেনি। এটা আমার নিশ্চিত জয়কে বানচাল করার ষড়যন্ত্র। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চড়াচ্ছে। তিনি জানান, অমরেন্দ্রকে ওই সময় মুরুব্বীরা আলোচনায় বসার প্রস্তাব দিয়ে ছিলেন। কিন্তু তিনি আলোচনার সুযোগ না দিয়ে চলে যান।
উল্লেখ্য, আওয়ামীলীগের ৪ নেতা লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাশেম মোল্লা মাছুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা আওয়ামীলীগ নেতা রফিক আহমেদ ও মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায় নির্বাচন করছেন।