স্টাফ রিপোর্টার ॥ সাথী দাস (৩০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার দেবর কালা রবি দাস পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীররাতে নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সাথী দাসকে আটক ও তার ঘর থেকে ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কালা রবি দাস ও সাথী দাস বিভিন্ন স্থান থেকে মাদক এনে বিক্রি করে আসছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।