স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় সুতাং বাজার এলাকায় একটি লক্ষ্মীপেঁচাকে অবমুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজার এলাকার বাসিন্দা সৈয়দ মোঃ রাসেল নামের এক ব্যক্তি পেঁচাটি অবমুক্ত করেন। এর আগে পেঁচাটিকে স্থানীয় কাঞ্চন ও তার বন্ধুরা ধরে আটকে রাখে। এক পর্যায়ে সৈয়দ রাসেল কিশোরদের বুঝিয়ে দুপুরে পেঁচাটিকে অবমুক্ত করেন। তিনি বলেন, সকালে খবর পাই কাঞ্চন একটি লক্ষ্মীপেঁচা ধরে আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পাখিটিকে অবমুক্ত করে দেয়। তিনি আরো জানান, একসময় তাদের বাঁশঝাড়ে মাঝে মধ্যে দেখা যেতো এ প্রজাতির পেঁচা। তবে বর্তমানে পেঁচা খুব একটা দেখা যায় না।