প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১৯ জানুয়ারী শুক্রবার ১১টায় গ্রাম কল্যান হবিগঞ্জের উদ্যোগে চুনারুঘাট জারুলিয়া গজাড়ীয়া পাড় এলাকায় এতিম এবং দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণকালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিশন সভাপতি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, মিশন সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, সদস্য মাওঃ নোমান আহমদ, কোষাধ্যক্ষ মোঃ আরজু মিয়া মজুমদার, গজারীয়া পাড় এতিমখানার সুপার মাষ্টার জবরুল আলম, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজি আব্দুস শহিদ, গজারিয়া পাড় জামে মসজিদের সেক্রেটারী হাজি আব্দুল গুপার, এডভোকেট আহাম্মদ আলী বাহার, প্রফেসর আব্দুল আলী, মোঃ তুতা মিয়া, মোঃ আমিন উল্লাহ, গজাড়িয়া পাড় এতিম খানার শিক্ষকবৃন্দ প্রমুখ।
বক্তাগন বলেন, সম্পদশালী ব্যাক্তিদের উচিৎ হল গরীবদেরে সর্বাতœক সহযোগিতা করা। নিয়মিত যাকাত এবং সদকা খয়রাত আদায় করা।