স্টাফ রিপোর্টার ॥ এসএসসি ১৯৮৭ ব্যাচের “বন্ধু চিরকাল” এর উদ্যোগে মেধাবী ও কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও বিকেজেসি বালিকা বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু চিরকাল পরিবারের সদস্যদের মেধাবী সন্তানদের এ সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ সুরবিতান মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠিানে সভাপতিত্ব করেন সরকারী বৃন্দাবন কলেজের সাবেক ভিপি রুকন উদ্দিন তালুকদার। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ এর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম প্রমূখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, বন্ধু চিরকাল সদস্য ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মুক্তার হোসেন বেনু, বারডেম হাসপাতালের কর্মকর্তা সেলিম চৌধুরী, এডঃ ইকবাল ভূইয়া, মোঃ কামাল উদ্দিন, মোঃ শাহ্ নেওয়াজ, নিসেল ফাহাদ প্রমূখ। অনুষ্ঠানে কৃতি-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের বন্ধু চিরকালের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। শেষে সুরবিতান ললিতকলা একাডেমীর সৌজন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্ধু চিরকাল পরিবারের সদস্যরা অংশ নেন।